About Our College

রাঙ্গামাটি সরকারি কলেজ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। দেশের পার্বত্য অঞ্চলে জ্ঞানচর্চা তথা উচ্চশিক্ষার প্রসারে স্বনামখ্যাত এই শিক্ষা নিকেতনের রয়েছে অনন্য উজ্জ্বল ভূমিকা এবং অবদান।রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক জনাব মুজিবুল হকের ঐকান্তিক উদ্যোগ ও প্রচেষ্টায় এবং পার্বত্য চট্টগ্রামের তদানীন্তন জেলা প্রশাসক জনাব সিদ্দিকুর রহমানের আন্তরিক সহযোগিতায় ১/৭/১৯৬৫ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি কলেজ প্রতিষ্ঠিত হয়। রাঙ্গামাটি সরকারি স্কুল ভবনে ১/৭/১৯৬৫ খ্রি. তারিখেই উচ্চ মাধ্যমিক শ্রেণীর মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের মোট ৯২ (বিরানব্বই) জন শিক্ষার্থী নিয়ে কলেজের প্রথম ক্লাস শুর” হয়। পরবর্তীতে শহরের পুরাতন কোর্ট বিল্ডিং এলাকায় বর্তমান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভবনের পার্শ্ববর্তী স্থানে কলেজ স্থানান্তরিত হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে জনাব মুজিবুল হক কলেজের প্রথম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।